২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
কাজিরবাগে কমিউনিটি ক্লিনিকের  সিএইচসিপির শ্লীলতাহানির অভিযোগ
  • Updated Nov 12 2023
  • / 467 Read

 

নিজস্ব প্রতিনিধি: 
ফেনীতে সাবেক এক জনপ্রতিনিধির বিরুদ্ধে বিবি হাজেরা শারমিন নামে এক কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের (সিএইচসিপি) শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ফেনী মডেল থানা একটি মামলা দায়ের করেছেন। গতকাল শনিবার সকালে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের সোনাপুর কমিউনিটি ক্লিনিকে ওই নারী কর্মকর্তার শ্লীলতাহানির চেষ্টা করে একই ওয়ার্ডের সাবেক মেম্বার ইয়াসিন মজুমদার সোহাগ।


অভিযুক্ত মো. ইয়াছিন মজুমদার সোহাগ কাজীরবাগ ইউনিয়নের ১নং ওয়ার্ড সাবেক মেম্বার ও পশ্চিম সোনাপুর আমজাদ ভূঁইয়া বাড়ির মৃত এরফান আমিন মজুমদারের ছেলে। 
ভুক্তভোগী ও এজাহার সূত্রে জানা গেছে, শারমিন গত ১২ বছর যাবত সোনাপুর কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইডার (সিএইচসিপি) হিসাবে কর্মরত। গতকাল শনিবার সকাল ৯ টার দিকে সেখানে এসে ক্লিনিকের সাবেক সভাপতি সোহাগ মেম্বার দায়িত্বরত শারমিন এর কাছে এন্টাসিড ট্যাবলেট চায়। তার কথামত ক্লিনিকের আলমীরা হতে ঔষধ নেওয়ার সময় সোহাগ হঠাৎ পিছন দিক হতে শারমিনের মুখ চেপে ধরে। তখন রুমে থাকা পরিছন্নতা কর্মী হোসনে আরা বেগম চিৎকার করতে চাইলে সোহাগ তাকে ভয় দেখিয়ে চুপ থাকতে বলে এবং তাকে রুম হতে বের হয়ে যেতে বলে। এক পর্যায়ে সোহাগ শারমিনের মুখ চেপে ধরা অবস্থায় জোরপূর্বক তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে সে মুখ থেকে সোহাগের হাত সরিয়ে জোরে চিৎকার করলে চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে সোহাগ দ্রুত ক্লিনিক থেকে দৌঁড়ে পালিয়ে যায়। পরে শারমিন বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা ক্লিনিকে যায়।


এ বিষয়ে কমিউনিটি ক্লিনিকের বর্তমান সভাপতি ইলিয়াস আলী জানান, সোহাগ মেম্বারের বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তাকে যৌন হেনস্তার ঘটনাটি তিনি শুনেছেন।  
কাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী বুলবুল আহমেদ জানান, এই বিষয়ে ভুক্তভোগী ফেনী মডেল থানা একটি মামলা দায়ের করেছেন। পুলিশ নিশ্চয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। 
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, কাজিরবাগে কমিউনিটি ক্লিনিকের ঘটনায় থানায় একজনকে আসামী করে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags :

Share News

Copy Link

Comments *